যে প্রশ্নগুলো প্রায়ই জানতে চাওয়া হয় (FAQ)/ প্রশ্ন ও উত্তর
n nnপ্রশ্নঃ www.walibazar.com সাইটটিতে কিভাবে পণ্য (খুচরা বা পাইকারী) ক্রয় করবেন ?nnউত্তরঃ nnক) ঢাকা সিটিতে বিক্রয় : আমাদের সাইট www.walibazar.com এ যান, সেখানে মেনু বার হতে আপনার পছন্দের পণ্য সমূহ বাছাই করুন অথবা সার্চ বা অনুসন্ধান বার এ আপনার প্রয়োজনীয় পণ্যটির নাম লিখে তা আপনার শপিং ব্যাগ বা কার্টে এ এড করতে পারবেন – আপনার প্রয়োজনীয় সকল পণ্য আপনার ব্যাগ এ নেওয়া শেষ হলে, কার্টের ক্লিক করে কোন কুপন জানা থাকলে প্রবেশ করান । তারপর চেকআউটে ক্লিক করে আপনার নাম, ফোন, ই-মেইল, জিলা ও ঠিকানা এবং নির্দিষ্ট ডেলিভারির তারিখ ও সময়টি অবশ্যই লিখতে হবে । অত:পর নীচের অর্ডার প্লেস এ ক্লিক করলেই আপনার অর্ডারটি আমাদের নিকট পৌঁছে যাবে এবং আপনি একটি অর্ডার আইডি নম্বর পাবেন । নতনি ক্রেতার ক্ষেত্রে আমাদের বিক্রয় প্রতিনিধি আপনাকে কল বা মেসেজ বা ইমেইল করে অর্ডারটি নিশ্চিত করবে। তারপর নির্দিষ্ট দিন ও সময়ের ১ ঘন্টার মধ্যে আমাদের ডেলিভারি ম্যান পণ্যগুলো ডিজিটাল নিত্তিতে মেপে আপনার কাছে বুঝিয়ে দিলে মূল্য পরিশোধ করুন।nnখ) অন্যান্য জেলা শহরে বিক্রয় : দেশের অন্যাণ্য জেলা শহরের ক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী দোকান হতে খাদ্য ও গ্রোসারী আইটেম আপনার বাসায় সরবরাহ করা হবে । আর অন্যান্য পন্য কুরিয়ার বা পরিবহনে পাঠানো হবে। আমাদের ডেলিভারি ম্যান পণ্যগুলো ডিজিটাল নিত্তিতে মেপে আপনার কাছে নির্দিষ্ট দিন ও সময়ের ২৪ ঘন্টার মধ্যে বুঝিয়ে দেয়ার পর আপনি চালানে স্বাক্ষর করলে উক্ত দোকানদারকে আমরা মূল্য পরিশোধ করবো। অন্যান্য জেলা শহরের ক্ষেত্রে সম্পূর্ণ বিল ব্যাংক/কার্ড/বিকাশের মাধ্যমে অগ্রীম প্রদান করতে হবে। বিকাশে পেমেন্ট করতে হলে ২% বিকাশ চার্জ দিতে হয় ।n
গ) রেশন ডি-কার্ডের মাধ্যমে আমাদের ছাড় সমূহ : (ছবিতে দেখুন)
n
n
nnnপ্রশ্নঃ যোগাযোগ বা অর্ডার করার ঠিকানা ?nnউত্তরঃ আপনি www.walibazar.com এ ফোন কল করে যোগাযোগ করতে পারেন । ফোন : 02-9142889 মোবাইল নম্বর :- 01752078097-9 এবং মেইল করুন info@walibazar.com ।nnপ্রশ্নঃ বাজারটি যে পৌঁছেনো তথ্য অর্ডারকারী কিভাবে জানবে ?nnউত্তরঃ আমাদের ওয়ালী বাজার প্রতিনিধি সরবরাহের সময় আপনাকে ফোন দিয়ে ডেলিভারি সম্পর্কে নিশ্চিত হবে। এবং ডেলিভারীর পর আপনি আপনার পরিবার বা ঠিকানা হতে খরব নিতে পারবেন।nnপ্রশ্নঃ পণ্যের মূল্য কম/বেশি হলে সমাধানে উপায় কি ?nnউত্তর : আমারা যে কোন সুপার শপ হতে ১%-৫% মূল্য কম রাখার কথা বলেছি । তবে সরকারী ভ্যাট প্রযোজ্য। যদি কোন পন্য বা বাজারের খুচরা মূল্য উক্ত প্রডাক্ট এর গায়ে লিখিত মূল্য হতে বেশি হয় অথবা আপনার নিকটতম দোকান হতে বেশি হয় তবে আমাদের ওয়ালী বাজার প্রতিনিধিকে 01752078099 নাম্বারে কল করে জানালে মূল্য সংশোধন করে পন্য ডেলিভারী করবে ।nnপ্রশ্নঃ মূল্য পরিশোধ করার উপায় কি?nnউত্তরঃ ঢাকা সিটিতে ডেলিভারির সময় পণ্য হাতে বুঝে পাওয়ার পর মূল্য (নগদ) পরিশোধ করতে পারবেন। এছাড়া আমাদের ব্যাংক একাউন্টে বা অনলাইনে ক্রেডিট কার্ড অথবা বিক্যাশের মাধ্যমেও মূল্য অগ্রীম পরিশোধ করতে পারবেন। এছাড়া প্রবাসীরা ব্যাংক একাউন্টের মাধ্যমে দেশের বাহির থেকে ঢাকার স্থায়ী আপনজনের হয়ে মূল্য পরিশোধ করতে পারবে। অন্যান্য জেলা শহরের পাইকারী অর্ডারের ক্ষেত্রে পরিবহন ট্রান্সপোর্ট বা কুরিয়ার খরচসহ সম্পূর্ণ বিল ক্যাশ বা পে অর্ডার বা ডিডি বা টিটি অথবা ব্যাংক ট্রান্সফারের অগ্রীম প্রদান করতে হবে।nnপ্রশ্নঃ আমার প্রয়োজনীয় একটি পণ্য সাইট এ খুঁজে পাচ্ছি না, এখন আমি কি করবো?nnউত্তরঃ যদি আপনার কোন পণ্য বা সদাই কেটাগরীতে বা সার্চ দিয়েও যদি খুঁজে না পান, সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে পণ্যটির তথ্যাদি দিয়ে +8801752078097-9 নাম্বারে কল করে জানাতে পারেন অথবা মেইল করুন info@walibazar.com । আমরা আপনার জন্য পণ্যটি স্টকে আনার চেষ্টা করব অথবা বাহির হতে সংগ্রহ করে সরবরাহ করার চেষ্টা করবো। আপনার বাজারের লিস্ট এর ছবি তুলে ফেসবুকের www.facebook.com/walibazar পেইজের ইনবক্সে মেসেজ করে বা info@walibazar.com ইমেইলে পাঠালে ২-৪ ঘন্টার মধ্যে আমরা কল করে অর্ডার নিশ্চিত করবো ।nnপ্রশ্নঃ আমার অর্ডারকৃত বাজারে কিছু সমস্যা দেখা দিয়েছে, কি করবো ?nnউত্তরঃ আপনি যে কোনো ধরনের সমস্যার জন্য +8801752078097-9 অথবা 02-9142889 এই দুই নাম্বারে কল করে অথবা info@walibazar.com ইমেইল করে আমাদের জানালে আপনার সমস্যার সমধানের চেষ্টা করা হবে। যদি আপনার সমস্যার সমাধান না পান তবে admin@walibazar.com এই ই-মেইলে নালিশ করতে পারবেন ।nnপ্রশ্নঃ ছুটির দিন অথবা ধর্মঘট বা হরতালে কি ডেলিভারি হয়?nnউত্তরঃ জি হাঁ, ঢাকা সিটিতে এবং বিভিন্ন জেলা শহর গুলোতে ছুটির দিন অথবা ধর্মঘট বা হরতালেও ডেলিভারী হয় । আমাদের লক্ষই হল আপনাদের বাজারের সকল দুশ্চিন্তা দূর করা। তবে হরতালের কারণে পাইকারী ডেলিভারী বিলম্ব হতে পারে ।nnপ্রশ্নঃ পাড়ার দোকান বাদ দিয়ে আপনাদের থেকে নিব কেন?nnউত্তরঃ শহরের অন্যান্য সুপার স্টোর গুলোর চেয়ে আমাদের পণ্যের দাম শতকরা ১%-৫% কম এবং আপনার বাসার পাশের মুদি দোকানের চেয়ে বেশি পণ্য আমাদের কাছ থেকে পাবেন ।তাছাড়া আমাদের সাইটে অর্ডার করলে সকল পন্যই পাবেন। আজ হতে আপনাকে আর কষ্ট করে এই দোকান ..আর ঐ দোকান ঘুরে আপনার মূল্যবান সময় নষ্ট হবে না । সময় বাঁচান, আপনার অবসর সময়ের মূল্য আমরা বুঝি। সময়টি যাতে আপনি আপনার পরিবার-পরিজনের সাথে ব্যয় করতে পারেন সেই সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য। তাছাড়া নির্দিষ্ট সময়ে আমাদের ডেলিভারি ম্যান পণ্যগুলো হ্যান্ড নিত্তিতে মেপে আপনার কাছে বুঝিয়ে দিয়ে মূল্য নিবে । পছন্দ না হলে কিছু পণ্য ফেরতও দিতে পারবেন । এছাড়াও আপনার নাম ও অর্ডার নাম্বারের ছবিসহ জীবন্ত প্রানী যেমন মাছ বা মুরগী বা খাশির জবেহ বা প্রসেসিং এর মোবাইল ভিডিও দেখে নিতে পারবেন।নিয়মিত বাজারে পাবেন বিভিন্ন উপহার ও পাইকারী দরে ক্রয়ের নানা সুযোগ-সুবিধা ।nn
প্রশ্ন: ওয়ালী বাজার.কম হতে প্রতি মাসে ৫,০০০ হতে ১৫,০০০/- টাকা আয় করা সম্ভব ?
nক) রি-সেলারগণ অন লাইল মার্কেটিং করে কিভাবে পন্য বিক্রয় করে ওয়ালী বাজার.কম হতে আয় করবেন ?nnউত্তর : ধরুন আপনি ওয়ালী বাজার.কমের ২০টি হতে ৩০টি পন্য নিয়ে কাজ করছেন । প্রতিটা পণ্যের জন্য বিভিন্ন সাইটে ওয়ালী বাজার.কমের নামে প্রফাইল, নতুন ওয়েব সাইট, পেইজ, ব্লগ , পোস্ট করছেন অথবা পপুলার ওয়েব সাইট, পেইজ, ব্লগ , পোস্ট ও ভিডিওতে কমেন্ট করছেন সাথে পণ্যটির লিংক জুড়ে দিলেন । এতে পাবলিক বিভিন্ন কিছু জানতে চাইবে, তার উত্তর দিবেন । তাদেরকে পণ্যের গুনাগুন ও পরিমানের নিশ্চয়তা দিবেন ।আরও অন্যান্য পন্য ক্রয়ের কথাও বলবেন। মাসিক বাজারের আমাদের অফারগুলো তাকে জানাবেন ।ডেলিভারী খরচের কথাও বলে দিবেন । কি ভাবে অর্ডার করতে হয়, তাও শিখিয়ে দিয়ে অর্ডার করতে বলবেন । অর্ডার করা শেষ হলে , খরব নিবেন । নিশ্চিত হলে info@walibazar.com ইমেইলে or 01752078099 নাম্বারে মেসেজ করে ঐ ব্যক্তির নাম তাৎক্ষনিকভাবে আমাদের জানিয়ে দিবেন । আপনার উপরোক্ত ২০-৩০টি পন্য ছাড়াও উনি যত হাজার টাকার অর্ডার ঐ মুহূর্তে করবে, উক্ত বিক্রয়ে লাভের ৫০% টাকা কমিশন বাবদ আপনি নিশ্চিত পাবেন । এটা আমি, ওয়ালী মুহাম্মাদ ফাউন্ডেশন লি : কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ওয়ালী মুহাম্মাদের ওয়াদা থাকলো। অত:পর ৭২ ঘন্টার মধ্যে আপনাকে ব্যংকের মাধ্যমে বা বিকাশে লাভের ৫০% টাকা পাঠানো হবে ।nnখ) “পরিবেশক পার্টনার” হয়ে পন্য ডেলিভারী করে ওয়ালী বাজার.কম হতে কিভাবে আয় করবেন ?nnআসসালামু আলাইকুম, আপনি কি পজেশনে আছেন, তা আমাদের জানা নেই । তবু আমাদের কাজের কথা আমরা বলছি । যদি আপনি নিজে সময় না পান তবে আপনার কোন বন্ধুকে দিয়ে বা লোক নিয়োগ করে এই কাজ করতে বা করাতে পারবেন ।nকাজটি হল :nঅন লাইনে আমরা লক্ষ লক্ষ টাকা খরচের মাধ্যমে কাস্টমার কালেকশন করছি । আর সেই কাস্টমার থাকে আপনার বাড়ির পাশে । আপনার এলাকায় । তাই খাদ্য-দ্রব্য, ক্রোকারিজ, ইলেকট্রনিক্স, গ্রোসারী পন্য, পোষাক, মেডিসিন, কসমেটিকস, শিশু পন্য, হোম ক্লিনিং সামগ্রী, লাইব্রেরী ও স্টেশনারী পন্য, গৃহস্থলী সামগ্রী ইত্যাদি ১ ঘন্টায় ডেলিভারী করা আপনার বা আপনার প্রতিনিধির পক্ষে আশা করি সম্ভব ।nআমাদের সাথে আপনি বা আপনার প্রতিনিধি সর্বদা স্মার্ট মোবাইলে অনলাইনে যোগাযোগ করতে করবে । আমরা অর্ডার নিয়ে আপনাদের জানাবো, আপনি বা আপনার প্রতিনিধি উক্ত অর্ডার মোতাবেক আমাদের নির্দিষ্ট (আপনার এলাকার) দোকান হতে ডেলিভারী করবেন । এভাবে মাসে আপনি বা আপনার প্রতিনিধি মাসে কমিশন ভিত্তিতে আশাকরি ৫,০০০ হতে ২০,০০০ টাকা আয় করতে পারবেন ।nআপনার মহল্লায় আমরা শুধু একজনকেই পরিবেশক নিয়োগ করবো।nঅতএব আপনি আগ্রহী হলে আপনার নাম, মোবাইল নম্বর ও আইডি কার্ড admin@walibazar.com বা walibazar01@gmail.com ই-মেইলে অথবা facebook.com/pg/walibazar পেইজের ইনবক্সে পাঠাতে হবে । দয়াকরে কল করে অনুরোধ করার চেষ্টা করবেন না। https://www.youtube.com/nnআপনি নির্বাচিত হলে । আমরা আপনাকে যে কোন বন্ধের দিন সেমিনারে যোগ দেয়ার জন্য মেসেজ ও কল করে – আমন্ত্রন পত্র পাঠাবো । সেমিনারে ফ্রি লাঞ্চ আপ্যায়ন করা হবে এবং সেই সাথে আপনার পন্য বিক্রয়ে লাভের ভাগ অর্থ্যাৎ আপনাদের কমিশন ও নিয়মসহ একটি চুক্তি স্বাক্ষরিত হবে । ধন্যবাদ । বিস্তারিত দেখুন ।nnগ) নিজ নিজ এলাকায় “অফ লাইন মার্কেটিং” এর কাজ করে ওয়ালী বাজার.কম হতে কিভাবে আয় করবেন ?nnঅতএব আপনি আগ্রহী হলে আপনার নাম, মোবাইল নম্বর ও আইডি কার্ড admin@walibazar.com বা walibazar01@gmail.com ই-মেইলে অথবা facebook.com/pg/walibazar পেইজের ইনবক্সে পাঠাতে হবে । দয়াকরে কল করে অনুরোধ করার চেষ্টা করবেন না।
Leave a Reply