জরুরী নিয়োগ
আপনি কি পরিশ্রমী যুবক, “রাইডার-বাইকার” হতে চান?
ডেলিভারি অ্যাসোসিয়েট পদে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ
ঢাকার ওয়্যারহাউসে আকর্ষণীয় স্যালারি ও বোনাসে বাইকার, সাইক্লিস্ট, ডেলিভারি অ্যাসোসিয়েট পদে জরুরীভিত্তিতে নিয়োগ চলছে! আপনি যদি আগ্রহী থাকেন তাহলে নিম্নের আবেদন ফরমটি পূরণ করুন অথবা 01752078099 নাম্বারে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ঃ৩০ টার মধ্যে যোগাযোগ করুন। আপনি যদি আগ্রহী নাও থাকেন, তবে দয়া করে এই চাকরির খবর টি শেয়ার করে অন্যকে এ দু:সময় চাকরি পেতে সহযোগীতা করুন। এতে করে সবার উপকার হবে!
ফর্মটি পূরণ করার পূর্বে চাকুরী সম্পর্কে নিম্নোক্ত তথ্য গুলো জেনে তারপর পূরণ করুন।
ক) স্মার্ট ফোনঃ সকল পদে চাকুরী করার জন্য অবশ্যই স্মার্ট (এন্ড্রয়েড) ফোন থাকতে হবে। স্মার্ট ফোন ছাড়া আপনি কোন পদে আবেদন করতে পারবেন না।
খ) নিজস্ব বাইকার পদে আবেদন করার জন্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে (লার্নার কার্ড গ্রহণযোগ্য নয়)
গ) বয়সঃ সার্টিফিকেট অনুযায়ী সাইকেলিস্ট – নূন্যতম ১৮ বছর ও বাইকার – নূন্যতম ২১ বছর হতে হবে।
ঘ) পদঃ
১) সাইকেলিস্ট = (নিজের সাইকেল থাকতে হবে)
২) নিজস্ব বাইকার = ( নিজের বাইক ও ড্রাইভিং লাইসেন্স আছে – নিজের বাইক নিয়ে কোম্পানিতে কাজ করবেন)
বেতনঃ প্রতি কার্যদিবস হিসেবে বেতন গণনা করা হয় এবং প্রতি ১৫ দিন পর পর বেতন তুলতে পারবেন।
১) সাইকেলিস্টঃ প্রতিদিন ঢাকা ৪০০ টাকা।
২) নিজস্ব বাইকারঃ প্রতিদিন ঢাকা ৫০০ টাকা ও প্রতিদিন অফিসে থেকে ফুয়েলের জন্য অতিরিক্ত ১০০ টাকা দেয়া হবে।
৩) বোনাসঃ চাকরীতে জয়েনিং এক মাস পূর্ন হলে দ্বিতীয় মাস থেকে আকর্ষণীয় বোনাস আছে।
৪) ছুটিঃ শর্ত সাপেক্ষে প্রতি ৬ দিন পর ১ দিন ছুটি।
৫)সিকিউরিট গার্ড : প্রতিদিন ঢাকা ৩০০ টাকা।
আপনি যদি আগ্রহী থাকেন তাহলে নিম্নের আবেদন ফরমটি পূরণ করুন। আপনি যদি আগ্রহী নাও থাকেন তবে দয়া করে এই চাকরির খবরটি শেয়ার করে অন্যকে চাকরি পেতে সহযোগীতা করুন। walibazar.com
আগ্রহীগণ, কাস্টমারের জীবনের নিরাপত্তার কারণে নীচের ফরম যথাযথভাবে পূরন করে সাবমিট করুন। ফরম সাবমিট না হলে , wmflbd@gmail.com ইমেইল করে পাঠাতে হবে।
(আপনার সকল তথ্য গোপনীয় থাকবে, ফরমের সব ডকুমেন্টের সত্যতা ও বর্তমান ঠিকানা নিশ্চিত করে এড করা হয়)
[gravityform id=”11″ title=”true” description=”true”]
ক) নিজ এলাকায় “অফ লাইন মার্কেটিং”
১ম পদ্ধতি :- অনেকে অর্ডার করতেও পারেনা তাই আপনার এলাকার বিভিন্ন দোকানকে “অর্ডার বুখ” এড করা : কমিশন পাবেন প্রতি দোকান ৫০ টাকা।
২য় পদ্ধতি :- আপনার এলাকার দোকানের বিবরন ফরমে পূরন করে ঐ দোকানকে ওয়ালী বাজারে এড করানো : কমিশন পাবেন প্রতি দোকান ৫০ টাকা।
৩য় পদ্ধতি :- নিজ এলাকার দোকান হতে সুন্দর ছবি, ক্রয়-বিক্রয় মূল্য এবং তার বিবরন নিজ ঘরে বসে পন্য আপলোড করা : কমিশন পাবেন প্রতি ১০০ পন্যে ৫০০ টাকা।
প্রতিদিন সর্বনিম্ন ১০০টি পণ্য আপলোড করলে মাসে ৩০০০ পন্য আপলোড হবে । আর যত আপলোড করতে পারবেন, তত টাকা আয় করতে পারবেন ।
ভিডিও দেখে শিখে নিন কিভাবে পন্য আপলোড করতে হয় ? দেখুন: https://www.walibazar.com/re-seller-or-vendor-shop/
৪র্থ পদ্ধতি :- প্রচার করে কাষ্টমার কালেকশন করে অর্ডার করানো: আপনার প্রতিবেশী ও বন্ধুকে আমন্ত্রন বা ইনভাইট করে তাদের ২% কমে ক্রয়ের সু-সংবাদ দিন । আপনার প্রতিবেশী, বন্ধু ও যৌথ পরিবারের অন্যান্য সদস্যদের ওয়ালী বাজারে এ অর্ডারের আমন্ত্রন করুন। EARN FOR SHOPPING এর পাতায় সোসাল মিডিয়ার কিছু লিংক দেয়া আছে, “আমার কাছে ২% ছাড়ের কুপন কোড আছে” এই কথা লিখে শেয়ার করার মাধ্যমে আপনি “ওয়ালী বাজারের” হালাল সেবাকে প্রচার করতে পারেন। অত:পর যে ২% ছাড়ের কুপন কোডটি চাইবে, তাকে wali2%all কুপন কোডটি দিন । আর তার নাম ও মোবাইল নম্বর আমাদের Contact Us এর মাধ্যমে বা 01752078099 বা admin@walibazar.com ই-মেইলৈ তার নাম ও বিবরন পাঠিয়ে দিন ।
—————————————————————————————————————————————-
যোগাযোগঃ ওয়ালী বাজার.কম – ওয়ালী মুহাম্মাদ ফাউন্ডেশণ লি: এর একটি রেজিস্টার্ড অনলাইন সুপার শপ। ঠিকানা : ফ্ল্যাট নং: এ/১, (২য় তলা), বাড়ি: ৪৬, রোড-৪, কাটাসুর, শেরেবাংলা রোড, মো:পুর, ঢাকা-১২০৭। ফোন : ০২-৯১৪২৮৮৯. মোবাইল নং- ০১৯৭২০৭৮০৯৪-৯ ই-মেইল: admin@walibazar.com website: www.walibazar.com