নিজ এলাকায় ডেলিভারী করুন
নিজ এলাকায় ডেলিভারী করুন, প্রতিটি মহল্লায় “পরিবেশক পার্টনার” হয়ে পন্য ডেলিভারী করে আয় করুন !!
আসসালামু আলাইকুম,
আশাকরি ভাল আছেন। “ঢাকায় বা জেলা শহরে কে কোন মহল্লায় আছেন ?” আপনি কি পজেশনে আছেন? তা আমাদের জানা নেই । তবু আমাদের কাজের কথা আমরা বলছি । বিনা পুজিতে বৈধ ব্যবসা । যদি আপনি নিজে সময় না পান তবে আপনার কোন বন্ধুকে দিয়ে বা লোক নিয়োগ করে এই পন্য ডেলিভারীর কাজ করতে বা করাতে পারবেন । আপনি থ্রি স্টার পেলেই আপনার আয় হবে ১০-১৫ হাজার টাকা । এখন স্টার গুলো পেতে আপনার কি কি করতে হবে ? পড়ুন …..
আপাতত “পরিবেশক পার্টনার” হিসেবে আপনার প্রধান কাজ :- অন লাইনে আমরা লক্ষ লক্ষ টাকা খরচের মাধ্যমে কাস্টমার কালেকশন করছি । আর সেই কাস্টমার থাকে আপনার বাড়ির পাশেই। আপনার এলাকায় । তাই খাদ্য-দ্রব্য, ক্রোকারিজ, ইলেকট্রনিক্স, গ্রোসারী পন্য, পোষাক, মেডিসিন, কসমেটিকস, শিশু পন্য, হোম ক্লিনিং সামগ্রী, প্রপার্টি, পোষাক, জুতা, মোবাইল, রেফ্রিজেটর, গেজেট, লাইব্রেরী ও স্টেশনারী পন্য, গৃহস্থলী সামগ্রী ইত্যাদি নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ের ১ ঘন্টায় ডেলিভারী করা আপনার বা আপনার প্রতিনিধির পক্ষে আশা করি অসম্ভব কিছু না ।
আমাদের সাথে আপনি বা আপনার প্রতিনিধি সর্বদা স্মার্ট মোবাইলে অনলাইনে যোগাযোগ করতে করবে । আমরা অর্ডার নিয়ে আপনাদের জানাবো, আপনি বা আপনার প্রতিনিধি উক্ত অর্ডার মোতাবেক আমাদের নির্দিষ্ট (আপনার এলাকার) বাজার বা দোকান হতে ডেলিভারী করবেন । এভাবে মাসে আপনি বা আপনার প্রতিনিধি মাসে কমিশন ভিত্তিতে আশাকরি মোটা অংকের টাকা আয় করাসহ এলাকার প্রতিনিধি ও পরিচিত হতে পারবেন ।
ওয়ালী বাজারের সাথে “পরিবেশক পার্টনার” এর লভ্যাংশ বন্টন :
আমরা (আপনারই মহল্লায়) ক্রেতা ও স্টোর পন্য-দ্রব্য বা দোকান বা বাজার ঠিক করে দিব, আপনি, নিজে বা আপনার মহল্লার কাউকে দিয়ে ডেলিভারী করাবেন। লাভের ৫০% টাকা আপনি নিয়ে বাকী ৫০% টাকা আমাদের কাছে পাঠাবেন। আর আপনার আত্মীয় বা বন্ধ বা প্রতিবেশীকে বলে ওয়ালী বাজার.কমে (কল-মেসেজ- অনলাইনে) অর্ডার করাতে পারলে লাভের ৭৫% টাকা আপনি পাবেন । শুধু নিজ এলাকায় ডেলিভারী করতে বা করাতে হবে। অাপনার শুধু স্মার্ট মোবাইল ফোন এবং তাতে থ্রী জি নেট থাকতে হবে। whats App ও Facebook এপ ২টি ডাউন লোড করে আমার সাথে যোগাযোগ রক্ষা করতে হবে।
“পরিবেশক পার্টনার” কে কিভাবে এগোতে হবে ?
১ম ধাপ : আপনি, নিজে বা আপনার মহল্লার কাউকে দিয়ে ডেলিভারীর কাজ করতে রাজী থাকলে মোবাইল নম্বর ও মহল্লা ও থানার মোবাইলে (01975030501) নম্বরে দিলে whatsApp Group of walibazar.com এ এড করে নিয়ে নিয়মিত খবর জানানো হবে or মোবাইল নম্বর ও মহল্লা Facebook.com/walimuhammadBD মেসেজ করুন। ইনশাল্লাহ , ফেসবুক মেসেঞ্জার গ্রুপে ফ্রি পরিবেশক পার্টনার হিসেবে এড করে নিব। এরপর আপনি, আপনার আত্মীয় বা বন্ধ বা প্রতিবেশীকে বলে – যে কোন ৫টি ডেলিভারী সফল ভাবে করতে পারলেই লাভের ১০০% সহ ১টি ষ্টার ‘*’ পাবেন ।
মেয়াদ : মোবাইল কল বা মেসেজ পাঠানোর ৭ দিনের মধ্যে এই ধাপের কাজ অবশ্যই শেষ করতে হবে, অন্যথা আপনাকে স্থগিত করে অন্যকে আপনার মহল্লায় কাজ করার সুযোগ দেয়া হবে।
২য় ধাপ : আমাদের এড দিয়ে কালেকশন করা ৩৫টি অর্ডার এবং আপনার আত্মীয় বা বন্ধ বা প্রতিবেশীকে বলে ওয়ালী বাজার.কমে (কল-মেসেজ- অনলাইনে) ১৫টি অর্ডারসহ মোট ৫০টি অর্ডার এর মধ্যে ২৫টি অর্ডার সফলভাবে ডেলিভারী করতে বা করাতে পারলে, আপনি লাভের ১০০% সহ ২টি স্টার ‘*’ পাবেন। এবং আপনাকে নীচের ফরম পূরণ করে পাঠালে ইনশাল্লাহ , আপনাকে “পরিবেশক পার্টনার” হিসেবে তালিকাভূক্ত করা হবে। আপনাকে আপনার পছন্দমত মহল্লা বা ১-৩ কি:মি: এরিয়ার নির্ধারন করে দেয়া হবে , সে অন্য কোন পরিবেশককে নিয়োগ দেয়া হবে না।
মেয়াদ : “পরিবেশক পার্টনার” হিসেবে তালিকাভূক্ত হবার পরের মাসের মধ্যে এই ধাপের কাজ অবশ্যই শেষ করতে হবে। অন্যথ্যায় না পারার কারন জানাতে হবে ইমেইলে – wmflbd@gmail.com, ইনশাল্লাহ, আমরা ভিডিওতে কাজ করার বা করানো সহজ পন্থা ইমেইল করে দিব।
৩য় ধাপ : আমাদের এড দিয়ে কালেকশন করা ৭৫ টি অর্ডার এবং আপনার আত্মীয় বা বন্ধ বা প্রতিবেশীকে বলে ওয়ালী বাজার.কমে (কল-মেসেজ- অনলাইনে) ২৫টি অর্ডারসহ মোট ১০০টি অর্ডার এর মধ্যে ৫০টি অর্ডার সফলভাবে ডেলিভারী করতে বা করাতে পারলে, আপনি লাভের ৫০% ও ৭৫% সহ ৩টি স্টার ‘*’পাবেন। এবং আপনাকে সার্টিফিকেট প্রদান করাসহ আমাদের প্রতিনিধি আপনার ঠিকানায় গিয়ে ডিজিটাল নিত্তি, লিফলেট, ইস্টকার, পেকেজিং সামগ্রী ও এক মাসের প্রয়োজনীয় স্টেশনারী দিয়ে আসবেন । সেই সাথে পাইকারী দোকান ও বাজারও ঠিক করে দিয়ে আসবেন।
মেয়াদ : পরের মাসের মধ্যে এই ধাপের কাজ অবশ্যই শেষ করতে হবে। অন্যথ্যায় না পারার কারন জানাতে হবে ইমেইলে – wmflbd@gmail.com, ইনশাল্লাহ, আমরা ভিডিওতে কাজ করার বা করানো সহজ পন্থা ইমেইল করে দিব।
৪র্থ ধাপ : আমাদের অনলাইন ও অফলাইন এড দিয়ে আমাদের কালেকশন করা ২০০ টি অর্ডার এবং আপনার আত্মীয় বা বন্ধ বা প্রতিবেশীকে বলে ওয়ালী বাজার.কমে (কল-মেসেজ- অনলাইনে) ১০০ টি অর্ডারসহ মোট ৩০০টি অর্ডার এর মধ্যে ১৫০টি অর্ডার সফলভাবে ডেলিভারী করতে বা করাতে পারলে, আপনি লাভের ৫০% ও ৭৫% সহ ৪টি স্টার ‘*’পাবেন।। এছাড়াও আপনি মাসিক নগদ লাভসহ ৪টি স্টার ‘*’ পাবেন। এবং আপনাকে সফলতার ক্রেস্ট উপহারসহ আমাদের প্রতিনিধি আপনার ঠিকানায় গিয়ে ডিজিটাল নিত্তি, লিফলেট, ইস্টকার, পেকেজিং সামগ্রী ও এক মাসের প্রয়োজনীয় স্টেশনারী দিয়ে আসবেন । সেই সাথে পাইকারী দোকান ও বাজারও ঠিক করে দিয়ে আসবেন।
মেয়াদ : পরের মাসের মধ্যে এই ধাপের কাজ অবশ্যই শেষ করতে হবে। অন্যথ্যায় না পারার কারন জানাতে হবে ইমেইলে – wmflbd@gmail.com, ইনশাল্লাহ, আমরা ভিডিওতে কাজ করার বা করানো সহজ পন্থা ইমেইল করে দিব।
৫ম ধাপ : আমাদের অনলাইন ও অফলাইন এড দিয়ে আমাদের কালেকশন করা ৪০০ টি অর্ডার এবং আপনার আত্মীয় বা বন্ধ বা প্রতিবেশীকে বলে ওয়ালী বাজার.কমে (কল-মেসেজ- অনলাইনে) ২০০ টি অর্ডারসহ মোট ৬০০টি অর্ডার এর মধ্যে ৩০০টি অর্ডার সফলভাবে ডেলিভারী করতে বা করাতে পারলে, আপনি লাভের ৫০% ও ৭৫% সহ ৪টি স্টার ‘*’পাবেন।। এছাড়াও আপনি মাসিক নগদ লাভসহ ৫টি স্টার ‘*’ পাবেন। এবং পরিবেশক হিসেবে পূর্ণ সফলতার ক্রেস্ট উপহার প্রদান করবেন। এরপর ইনশাল্রাহ, আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, দিনে দিনে অর্ডার বাড়তে থাকবে, আপনি অফিস ও গোডাউন করে, পাইকারী দরে পন্য কিনে, তা লোকবল নিয়ে ডেলিভারী করে লাখ-লাখ টাকা আয় করতে পারবেন । তখন আমাদের অর্ডার কালেকশন করার ৫০% কমিশন হতে আলোচনা সাপেক্ষে আরো অনেক অনেক কম নিব ।
বিনা পুজিতে ব্যবসা -সিটিতে মহল্লায় মহল্লায় “পরিবেশক পার্টনার” নিয়োগ চলছে ??
উত্তর: বিনা পুজিতে ব্যবসা-পন্য ও কাস্টমার – walibazar.com এর, আপনাকে নিজে বা কাউকে দিয়ে পন্য পৌছানো-টাকা আদায় করতে হবে,পূর্ণ ঠিকানা ও মোবাইল নং দিলে সাইটে এড করা হবে,ইনশাল্লাহ, অর্ডার আসলে জানানো হবে, ৭দিন পর পর মেসেজ পাঠানো হবে, যে কোন ছুটির দিন সন্ধ্যা ৭টার পর https://www.facebook.com/walibazar/ ফেসবুক পেইজে লাইভে সেমিনার করা হবে, কমেন্টের উত্তর দেয়া হবে -দেখুন https://www.walibazar.com/delivery-from-your-place/ এই পেইজে –
বিনা পুজিতে ব্যবসা-পন্য ও কাস্টমার – walibazar.com এর, আপনাকে নিজে বা কাউকে দিয়ে পন্য পৌছানো-টাকা আদায় করতে হবে,পূর্ণ ঠিকানা ও মোবাইল নং দিলে সাইটে এড করা হবে,ইনশাল্লাহ, অর্ডার আসলে জানানো হবে, ৭দিন পর পর মেসেজ পাঠানো হবে, যে কোন ছুটির দিন সন্ধ্যা ৭টার পর https://www.facebook.com/walibazar/ফেসবুক পেইজে লাইভে সেমিনার করা হবে, কমেন্টের উত্তর দেয়া হবে –
ওয়ালী বাজারের কি সরকারী লাইসেন্স আছে ?
উত্তর: জি আছে। নীচের ঠিকানায় হেড অফিসে আসলে দেখানো হবে।
পরিবেশক পার্টনার হতে কি কি যোগ্যতা লাগে ?
উত্তর : শুধু একটা স্মার্ট মোবাইল, সাইকেল ও 3G নেট & whatsApp =facebook সংযোগ ।
.
কি কি কাজ করতে হবে ?
উত্তর:- আপনি কি পজেশনে আছেন, তা আমাদের জানা নেই । তবু আমাদের কাজের কথা আমরা বলছি । যদি আপনি নিজে সময় না পান তবে আপনার কোন বন্ধুকে দিয়ে বা লোক নিয়োগ করে এই কাজ করতে বা করাতে পারবেন ।
অন লাইনে আমরা লক্ষ লক্ষ টাকা খরচের মাধ্যমে কাস্টমার কালেকশন করছি । আর সেই কাস্টমার থাকে আপনার বাড়ির পাশেই। আপনার এলাকায় । তাই খাদ্য-দ্রব্য, ক্রোকারিজ, ইলেকট্রনিক্স, গ্রোসারী পন্য, পোষাক, মেডিসিন, কসমেটিকস, শিশু পন্য, হোম ক্লিনিং সামগ্রী, লাইব্রেরী ও স্টেশনারী পন্য, গৃহস্থলী সামগ্রী ইত্যাদি ১ ঘন্টায় ডেলিভারী করা আপনার বা আপনার প্রতিনিধির পক্ষে আশা করি অসম্ভব কিছু না ।
আমাদের সাথে আপনি বা আপনার প্রতিনিধি সর্বদা স্মার্ট মোবাইলে অনলাইনে যোগাযোগ করতে করবে । আমরা অর্ডার নিয়ে আপনাদের জানাবো, আপনি বা আপনার প্রতিনিধি উক্ত অর্ডার মোতাবেক আমাদের নির্দিষ্ট (আপনার এলাকার) বাজার বা দোকান হতে ডেলিভারী করবেন । এভাবে মাসে আপনি বা আপনার প্রতিনিধি মাসে কমিশন ভিত্তিতে আশাকরি মোটা অংকের টাকা আয় করাসহ এলাকার প্রতিনিধি ও পরিচিত হতে পারবেন ।
লভ্যাংশ বন্টন কিভাবে হবে ?
উত্তর:- আমরা (আপনারই মহল্লায়) ক্রেতা ও স্টোর পন্য-দ্রব্য বা দোকান বা বাজার ঠিক করে দিব, আপনি, নিজে বা আপনার মহল্লার কাউকে দিয়ে ডেলিভারী করাবেন। লাভের ৫০% টাকা আপনি নিয়ে বাকী ৫০% টাকা আমাদের কাছে পাঠাবেন। আর আপনার আত্মীয় বা বন্ধ বা প্রতিবেশীকে বলে ওয়ালী বাজার.কমে (কল-মেসেজ- অনলাইনে) অর্ডার করাতে পারলে লাভের ৭৫% টাকা আপনি পাবেন । শুধু নিজ এলাকায় ডেলিভারী করতে বা করাতে হবে।
কি কি করতে হবে ? আর কিভাবে এগোতে হবে ?
১ম ধাপ : রাজী থাকলে মোবাইল নম্বর ও মহল্লা ও থানার মোবাইলে (01752078099) নম্বরে মেসেজ করুন। কল ও মেসেজে কথা বলে, ইনশাল্লাহ , ফ্রি এড করে নিব। এছাড়াও আপনি একটি ষ্টার পাবেন ।
২য় ধাপ : আমাদের কালেকশন করা ১৫টি অর্ডার এবং আপনার আত্মীয় বা বন্ধ বা প্রতিবেশীকে বলে ওয়ালী বাজার.কমে (কল-মেসেজ- অনলাইনে) ৫টি অর্ডারসহ মোট ২০টি অর্ডার সফলভাবে ডেলিভারী করতে বা করাতে পারলে। আপনি কিছু নগদ লাভসহ দুইটি স্টার পাবেন। এবং আপনাকে নীচের ফরম পূরণ করে পাঠালে ইনশাল্লাহ , আপনাকে এই পেইজের নীচে ছবিসহ “পরিবেশক পার্টনার” হিসেবে তালিকাভূক্ত করা হবে।
.
যে কেউ… কিভাবে “পরিবেশক পার্টনার” হতে পারবেন ?
উত্তর :-
অাপনার নাম-ঠিকানা-মোবাইল নম্বর ইনবক্সে মেসেজ করে দিন (১ে০০% গোপনীয়) । আপনাকে ওযালী বাজারের পরিবেশক পার্টনার হিসেবে এড করা হবে । অর্ডার আসলে জানানো হবে।এই নম্বর দিয়ে স্মার্ট মোবাইল দিয়ে ‘হয়াটস এপ’ ডাউনলোড করুন । আমরা wali bazar গ্রুপে এড করে নিব অথবা ফেসবুক মেসেন্জারের আমাকে (WaliMuhammadBD) মেসেজ পাঠান ,
ইনশাল্লাহ, ওয়ালী বাজার গ্রুপে এড করে নিব, আপনি নিয়মিত ব্যবসার সংবাদ পাবেন।
.
কি ভাবে বুঝবেন ? আপনাকে এড করা হয়েছে কিনা ?
উত্তর:- অাপনার নাম-ঠিকানা-মোবাইল নম্বর ইনবক্সে মেসেজ করে পাঠানোর পর আমাকে মেসেজ দিয়ে জানান,
ইনশাল্লাহ, আমি (WaliMuhammadBD) এড করে দিব। অত:পর আপনার নাম দেখুন https://www.walibazar.com/delivery-from-your-place/ এই পেইজের
একদম নীচে ।
কি কি পন্য নিয়ে অামরা খুচরা ও পাইকারী ফ্রি ডেলিভারী করবো ?
উত্তর : https://www.walibazar.com/help/ এই লিংকে সব পণ্যের নাম আছে ।
কি ভাবে অর্ডার জানবো ? দোকান হতে কিনে ডেলিভারী করতে হবে ?
উত্তর:- আমরা অর্ডার শীট পাঠাবো আপনার কাছে , আপনি আপনার এলাকার কাস্টমারের কাছে কল করে নিশ্চিত হয়ে , দোকান হতে বাকীতে নিয়ে ক্যাশ অন ডেলিভারী করে দোকানদারকে টাকা বুঝিয়ে দিবেন। ধরুন – ২০০০/- টাকার অর্ডার আসলো আপনি তা অনায়াসে দরাদরি করে ১৮০০ টাকায় কিনতে পারবেন । তবে শীঘ্রই আমরা আপনার এলাকায় গোডাউন সেট আপ করবো। যাতে পাইকারী দরে বাকীতে কিনতে পারেন ।
কি কি কেটাগরীর পন্য হোম ডেলিভারী করতে হবে ?
রান্নার উপকরণ সমূহ :- শাক সবজি চাল ডাল তেল-ঘি মসলা আচার লবন-চিনি রেডি মিক্স প্রিমিয়াম খাদ্য উপকরণ
মাছ-মাংস :- তাজা মাছ। শুটকি মাছ, ফ্রোজেন মাছ, মাংস মাংসের বিকল্প
দুগ্ধজাত খাবার : দুধ ও ক্রীম পনির ডিম মাখন দই
বেকারি ও বেকিং খাদ্যদ্রব্য :- বেকারি স্নেকস, পাউরুটি, কেক, কুকিজ, ডিপস এবং স্প্রেড, মধু, বেকিং ও ডেসার্ট মিক্স ময়দা নুডস এবং শুকনো ফল
পানীয় :- জুস, পাউডার ড্রিংক, কমল পানীয় ,চা ও কোফি মিনারেল পানি
সকালের নাস্তা :- সিরিয়াল খাবার, শক্তি বুস্টার জ্যাম ও স্প্রেড লোকাল নাস্তা
শিশু সামগ্রী :- শিশুর খাবার, ফিডার ফরমুলা, দুধ-জুস-ড্রিংক্স খেলনা ও গিফট ডায়াপার ওয়াইপস শিশুর স্কীন কেয়ার বাথ এবং ক্লিয়ারিং
স্বাস্থ্য বিষয়ক দ্রব্য :- ফুড সাপ্লিমেন্টস ঔষধি দ্রব্যাদি এবং হজম এর জন্য ফার্স্ট এইড ফ্যমিলি প্ল্যানিং ডায়বেটিক চিনি এন্টিসেপ্টিক্স বয়স্ক ডায়পার
শরীরের যত্ন:- অ্যাডাল্ট ডাইপার্স আন্টিসেপ্টিক, ডায়াবেটিক সুগার, পরিবার পরিকল্পনা, প্রাথমিক চিকিৎসা খাদ্য সম্পূরক হারবাল ও ডাইজেস্টেইভ এডস
স্বাস্থ্যের যত্ন ও প্রসাধন সামগ্রী :– শ্যম্পু হ্যান্ড ওয়াশ টিস্যু এবং ওয়াইপ্স ট্যালকম পাউডার মুখের ব্যবহার্য মহিলাদের ব্যবহার্য ত্বক এর ব্যবহার্য গোসল এর ব্যবহার্য
গুহপালিত পশু-পাখি ও মাছের সামগ্রী :- বিড়াল খাদ্য, কুকুরের খাবার ,অন্যান্য প্রানীর খাদ্য পোষা সামগ্রী
দোকানদার কি আমাকে বাকী দিবেন ?
উত্তর:- নতুন ব্যবসা আপনি শুরু করছেন।একটা অর্ডারের টাকা ম্যানেজ করতে পারবেন। আশা করি। আর দোকানদারকে বলবেন– কাস্টমার না নিলে যাতে ফেরত নেয় । ৫টি দোকান ঠিক করে সকল পন্য ডেলিভারী করতে হবে। শুধু ষ্টোর পন্য নয়।২/৩ বার কিনলে দোকানদার আপনাকে বাকীও দিবে , সাথে সালামও দিবে।
এতো ছাড়ের পর দোকান হতে ক্রয় করলে কি লাভ হবে ?
উত্তর:- জি লাভ হবে। তবে বলতে হবে যে আপনি বিক্রি করবেন, তবে দোকানদার আপনাকে সালামও দিবে আর দামও ৫% কম রাখবে । কারণ আপনি তার দোকানের বিক্রি বৃদ্ধি হরে দিচ্ছেন।তাছাড়া মোট বিল থাকবে আপনার হাতের মোবাইলের স্কীনে, লাভ হলে ডেলিভারী করবেন । অন্যথায় অর্ডার কেনসেল করে দিবেন ।
WHATS APP না থাকলে, আপনাদের সাথে কিভাবে যোগাযোগ রক্ষা করবো ?
উত্তর:- আপনারা চাইলে ফেসবুকেও আমার বন্ধু হয়ে (পরিবেশক পার্টনার) মেসেন্ঞ্জার গ্রুপে জয়েন হতে পারবেন। এজন্য আমাকে ( https://www.facebook.com/WaliMuhammadBD ) ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারেন।
2 নং পদ্ধতি :
ওয়ালী বাজারের পন্য সাইকেলের মাধ্যমে ডেলিভারী করে আপনি বাড়তি আয় করুন !!
আপনি কি অবসর সময়ে সাইকেল চালাতে পছন্দ করেন?
নিজের কাজের সময় নিজেই বেছে নিতে চান? তাহলে বাড়তি কিছু আয়ের জন্য আজই নীচের ডকুমেনট সমূহ wmflbd@gmail.com এ ই-মেইল করে এড হয়ে যান। অথবা এই পেইজের নীচের ফরম পূরণ করে পাঠালেও চলবে ।
ওয়ালী বাজারে এড হতে আপনার যা যা প্রয়োজনঃ
১। বাইসাইকেল ও স্মার্ট ফোন থাকতে হেব ?
২। আপনার নাম, ফোন, বায়োডাটা ও দরখাস্ত ইমেইলে পাঠতে হবে।
৩। আপনার ন্যাশনাল আইডি (জাতীয় পরিচয়পত্র) ও ছবি
রেজিস্টার করুন, ট্রেনিং নিন, এবং আর এড হয়ে নিজ নিজ এলাকায় আয় করুন।
ডেলিভারীতে কি লাভ হবে ?
আপনার বাসা হতে ০-৯৯৯ মিটারের মধ্যে প্রতি হোম ডেলিভারীতে পাবেন = ১০ টাকা ।
আপনার বাসা হতে ১-২ কিলোমিটারের মধ্যে প্রতি হোম ডেলিভারীতে পাবেন = ২০ টাকা ।
আপনার বাসা হতে ৩-৪ কিলোমিটারের মধ্যে প্রতি হোম ডেলিভারীতে পাবেন =৩০ টাকা ।
মাসিক টাগের্ট ৩০০ টি অর্ডার ডেলিভারী করে ৬০০০-৯০০০ টাকা আয় করতে পারেন।