নিয়মাবলী ও শর্ত সমূহ :

 বিক্রয় ও ডেলিভারীর নিয়মাবলী ও শর্ত সমূহ :

ওয়ালী বাজারে কেন বাজার করবেন ?
১) সুপার ষ্টোর হতেও ১%-৫% কমে নিত্তিতে মেপে বুঝে পেয়ে মূল্য দিন। ২) নির্দিষ্ট সময়ের ১ঘন্টার মধ্যে ডেলিভারী। বিক্রিত পন্য ফেরতযোগ্য। ৩) প্রতিদিন ১টি পণ্যে পাচ্ছেন ৫০%-৮০% ছাড়ের  বিশেষ “ওয়াও অফার” । ৪) আপনার সময় ও টাকা দু-দিকেই বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাচ্ছেন। ৫) জীবন্ত মাছ-মুরগীর আইডিসহ প্রসেসিং ভিডিও ক্লিপ ক্রেতাকে দেখানো হয়। ৬) 01752078099 – কল বা মেসেজের মাধ্যমেও অর্ডার করতে পারবেন। ৭) ৫০+ টাকার অর্ডারে ডেলিভারী খরচ ফ্রি ।মূল্যের সাথে ভ্যাট অর্ন্তভুক্ত। ৮) বাজারের লিস্ট-এর ছবি তুলে মেসেজ বা মেইল করে অর্ডার করতে পারেন । ৯) মাসিক রেশন-কার্ড কিনে ১০% ছাড়ে মাছ-মাংস ও সবজি বাজার করুন। ১০) ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন, মাসিক কুইজের উপহার জিতুন।

 নিজস্ব গোডাউন হতে ঢাকা সিটিতে  হোম ডেলিভারীর নিয়মাবলী  :

ক) কিভাবে অর্ডার করবেন ?  :  আমাদের সাইট www.walibazar.com এ যান, সেখানে মেনু বার হতে আপনার পছন্দের পণ্য সমূহ বাছাই করুন অথবা  সার্চ বা অনুসন্ধান বার এ আপনার প্রয়োজনীয় পণ্যটির নাম লিখে তা আপনার শপিং ব্যাগ বা কার্টে এ এড করতে পারবেন – আপনার প্রয়োজনীয় সকল পণ্য আপনার ব্যাগ এ নেওয়া শেষ হলে, কার্টের ক্লিক করে কোন কুপন জানা থাকলে প্রবেশ করান । তারপর চেকআউটে ক্লিক করে আপনার নাম, ফোন, ই-মেইল, জিলা ও ঠিকানা এবং নির্দিষ্ট ডেলিভারির তারিখ ও সময়টি অবশ্যই লিখতে হবে । অত:পর নীচের অর্ডার প্লেস এ ক্লিক করলেই  আপনার অর্ডারটি আমাদের নিকট পৌঁছে যাবে এবং আপনি একটি অর্ডার আইডি নম্বর পাবেন । নতনি ক্রেতার ক্ষেত্রে আমাদের বিক্রয় প্রতিনিধি আপনাকে কল বা মেসেজ বা ইমেইল করে অর্ডারটি নিশ্চিত করবে। তারপর নির্দিষ্ট দিন ও সময়ের ১ ঘন্টার মধ্যে আমাদের ডেলিভারি ম্যান পণ্যগুলো ডিজিটাল নিত্তিতে মেপে আপনার কাছে বুঝিয়ে দিলে মূল্য পরিশোধ করুন।

খ) ঢাকা সিটিতে ডেলিভারী খরচ ও টাইম :  যে কোন দিনের নির্দিষ্ট সময়ের এক ঘন্টায় ডেলিভারী হয় ।  মো:পুর-আদাবর-ধানমন্ডি ব্যতিত ঢাকার অন্যান্য এলাকার জন্য ১/২ দিন পরে অর্ডার ডেট ও সময় নির্দিষ্ট করলে ভাল হয়। ডেলিভারী খরচ ২০/- টাকা । তবে অর্ডার বা বাজার যদি ৫০/- টাকার বেশি হয়,  তবে  ১) “অনলাইন অর্ডার” করতে হবে এবং ২) চেকআউটে “ফ্রি শিপিং” সিলেক্ট করতে হবে, অন্যথায় ডেলিভারী খরচ মাত্র ২০ টাকা প্রদেয় । অর্ডারকৃত পণ্যটি ক্রেতা হাতে বুঝে পাওয়ার পর ডেলিভারী ম্যানকে নগদ মূল্য পরিশোধ করতে পারবেন অথবা অাপনি বাহিরে থাকলে ব্যাংকের মাধ্যমে বা বিকাশে অগ্রীম বিল পরিশোধ করেও বাজার বাসায় পাঠাতে পারবেন  ।

গ) সারা দেশে ডেলিভারীর সময় ও খরচ : ঢাকার বাহিরের জেলা ও শহরে জন্য  কুরিয়ার সার্ভিসে পাঠানো হয় বিধায় ২/৩  দিন পরের তারিখ ও সময় নির্দিষ্ট অর্ডার করলে ভাল হয়। বিভিন্ন জেলা শহরে  “খুচরা বাজার” এর ক্ষেত্রে কুরিয়ার খরচ ৭০০ গ্রাম =১০০ টাকা। ১৫০০ গ্রাম = ১৩০/- টাকাসহ মূল্য অগ্রীম ব্যাংক বা বিকাশে পাঠাতে হবে। তবে দেশের বিভিন্ন শহরে “পাইকারী বাজার” এর ক্ষেত্রে পরিবহন খরচ সংশ্লিষ্ট জেলার পরিবহন ট্রান্সপোর্ট খরচ মূল্যের সাথে অগ্রীম প্রদান প্রযোজ্য । যা ফোনে আলোচনা সাপেক্ষ। বিকাশে পেমেন্ট করতে হলে ২% বিকাশ চার্জ দিতে হয় ।

ঘ) পন্যটি ফেরত প্রদান : অর্ডারকৃত পন্যের বিবরন ও শর্তের সাথে না মিললে ডেলিভারীকৃত পন্য ক্যাশ অন ডেলিভারীর ক্ষেত্রে তাৎক্ষনিকভাবে ফেরত পাঠাতে পারবেন । ডেলিভারীর পর যদি কোন ত্রূটি ধরা পরে তবে কাস্টমার কেয়ারে ইমেইল info@walibazar.com অথবা 01752078099 নম্বরে কল করলে ৭২ ঘন্টার মধ্যে পরিবর্তন করে দেয়া হয়। অথব মূল্য ফেরত প্রদান করা হয় , তবে সে ক্ষেত্রে শুধু ডেলিভারী খরচ কাটা যাবে।

ঙ) কোম্পানী ও ইম্পোর্টারের ফেক্টরীর পণ্য www.walibazar.com এ তালিকাভুক্তকরণ পদ্ধতি।

প্রথমে আমাদের ওয়েব সাইটে সাইন ইন করতে হবে।তারপর FACTORY AD এ ক্লিক করে ফরম পূরণ করতে হবে । এরপর আপনি আপনার কারখানায় উৎপাদিত অথবা বাহির হতে ইমপোর্টকৃত পণ্যের ছবিসহ পূর্ণ বিবরন info@walibazar.com ইমেইলে পাঠিয়ে +8801752078099 নাম্বারে কল করে জানাতে   হবে।অতঃপর www.walibazar.com  এর প্রতিনিধি আপনার ফেক্টরীর বা গোডাউন পরিদর্শন করে আপনার পণ্য পাইকারী বাজারে প্রচার করে দ্রুত বিক্রির চেষ্টা করবে।

চ) জেলা শহরের কোন মহল্লার দোকানকে  তালিকাভুক্ত করার নিয়মাবলী :

প্রথমে আমাদের ওয়েব সাইটে সাইন ইন করতে হবে।তারপর ‍SHOP-AD এ ক্লিক করে ফরম পূরণ করতে হবে । এরপর আপনি আপনার দোকানের বাহির ও ভিতরের ছবিসহ পূর্ণ ঠিকানা ও বিবরন info@walibazar.com ইমেইলে পাঠিয়ে +8801752078099 নাম্বারে কল করে জানাতে হবে। অতঃপর www.walibazar.com  এর প্রতিনিধি আপনার দোকান পরিদর্শন করে আপনার দোকানকে তালিকাভুক্ত করে আপনার এলাকায় প্রচার করে দ্রুত বিক্রির চেষ্টা করবে ।ক্রেতা পণ্য বা মাল বুঝে পাওয়ার পর www.walibazar.com এর প্রতিনিধি কল করে নিশ্চিত হওয়ার পর ২৪ ঘন্টার মধ্যে আপনার বকেয়া পরিশোধ করবে ।উল্লেখ্য যে, প্রত্যেক দোকান মালিকের সাথে একটি চুক্তি সম্পাদন করা হবে ।চুক্তিতে পণ্যের মান এবং বাজারমূল্য ঠিক রাখতে হবে ।পণ্যের সাথে কোম্পানীর ছাড় ও ফ্রি উপহার সমূহ দিতে হবে এবং বিক্রয় কমিশন ৩% এবং ডেলিভারী খরচ ২% মোট ৫% কমিশন প্রদান করতে হবে।  ত্রুটি পূর্ণ এবং কোন ত্রুটি ছাড়াও মাল ফেরত বা পরিবর্তন করায় রাজি থাকতে হবে ।উল্লেখ্য যে প্রতি জেলা শহরের একটি এলাকা বা মহল্লায় বিভিন্ন কেটাগরীর একটি করে দোকানকে (৫%, ৬%, ৭%, ৮%, ৯% ও ১০% কমিশন আমাদেরকে প্রদার সাপেক্ষে) তালিকাভুক্ত করা হবে। দোকানদারের মাল না থাকা বা চুক্তি ভঙ্গ অথবা অনিবার্য কারণ ব্যতিতই www.walibazar.com যে কোন সময় চুক্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষন করে ।

ছ)  EARN FOR SHOPPING  ( ফ্রি আয় দিয়ে ক্রয় )

জ) 1)  PRODUCT OFFERSবলতে কি বোঝাতে চাচ্ছেন ?

বিভিন্ন ব্যান্ড বা কোম্পানী সমূহ তাদের পন্য বা PRODUCT  এ সকল OFFERS বা ছাড় বা উপহার দিয়ে থাকেন, ঐ সকল পন্যের পৃথক একটি পেইজে একত্র করে PRODUCT OFFERS নামে প্রকাশ করা হয়েছে ।অতএব অফার আছে কিন্তু ব্যান্ড বা কোম্পানী সমূহের অফার সাপ্লাই শেষ হয়ে গেলে , আমরাও উক্ত PRODUCT  এর OFFERS  দিতে অসমর্থ থাকবো ।উল্লেখ্য যে , আপনার অর্ডার করার সময় চেক আউট এর বিবরনে ব্যান্ড বা কোম্পানীর PRODUCT  এর কি OFFERS বা ছাড় বা উপহার ছিল, তা উল্লেখ করতে হবে । অন্যথায় উক্ত ছাড় বা উপহার দেয়া সম্ভব নাও হতে পারে এবং ডেলিভারীর পরে কল করলে আর পুরানো অর্ডারের ক্ষেত্রে ব্যান্ড বা কোম্পানীর  ছাড় বা উপহার পাঠানো হবে না ।

2)  “OUR DISCOUNT “বলতে কি বোঝাতে চাচ্ছেন ?

প্রতি  সপ্তাহে বিভিন্ন পন্যে ৫০% পর্যন্ত ছাড় পেতে আমাদের ফেসবুক- পেইজ , ফেসবুক-গ্রূপ  এবং ওয়াও অফার পেইজে নজর রাখুন।

যত বাজার করবেন তত পয়েন্ট  পাবেন, আর  মাস শেষে সেই পয়েন্ট দিয়ে ফ্রি বাজার নিতে পারবেন, আপনার মোট কত টাকার বাজার করা হল তা দেখতে  My Account—My orders  এ ক্লিক করুন। ১০০ পয়েন্ট = ১ টাকা ।

উল্লেখ্য যে, শুধুমাত্র  গ্রসারী-ষ্টোর আইটেম বা মুদি বাজারের ক্ষেত্রে  উপরোক্ত অফার সমূহ প্রজোয্য।

উপরোক্ত  ডিসকাউন্ট ছাড়াও রয়েছে নানান মৌসুমী ছাড়ের অষ্টমুখী আয়োজন।

ঝ)  YOUR REQUIREMENT পন্য কিভাবে পেতে পারি ?

 এখানে ক্লিক করে আপনার কোন পন্যটি এবং কতগুলো দরকার, তা লিখে পাঠিয়ে দিলে । আমাদের কাস্টমার কেয়ার ২৪ ঘন্টার মধ্যে আপনার সাথে ফোনে যোগাযোগ করে পন্যটি আমাদের প্রডাক্ট লিস্টে তুলে ডেলিভারীর জন্য নিশ্চিত করবে। অত:পর আপনার নির্দিষ্ট সময়ের ১ ঘন্টার মধ্যে পন্যটি ডেলিভারী করা হবে ।

ঞ) ঢাকা ব্যতিত অন্যান্য বিভাগীয় শহরে বিক্রয় প্রতিনিধি নিয়োগ-শর্তাবলীঃ- 

ট) রি-সেলারগণ  অন লাইল মার্কেটিং করে কিভাবে পন্য বিক্রয় করে  ওয়ালী বাজার.কম হতে আয় করবেন ?

ঠ) “পরিবেশক পার্টনার” হয়ে পন্য ডেলিভারী করে  ওয়ালী বাজার.কম হতে কিভাবে  আয় করবেন ?

অারও কোন কিছু জানার থাকলে নীচের ফরম পূরন করে পাঠান :-

Error: Contact form not found.

অফার নয়, বরং চেলেঞ্জ !! সারা বছর- সকল পন্যে অবিশ্বাস্য মূল্য ছাড়ের তালিকা :-
১)খাবার ও গ্রোসারী পণ্য : যে কোন সুপার ষ্টোর হতে ১%-৫% কমে আমাদের নিজস্ব গোডাউন হতে হোম ডেলিভারী করা হয় । ২) পোষাক ও জুতা : যে কোন সুপার স্টোর,  মার্কেট বা শপিং মল হতে ৫% হতে ২০% কমে বুঝে পেয়ে মূল্য পরিশোধ করবেন । ৩)লাইব্রেরী ও স্টেশনারী : আপনার এলাকার লাইব্রেরী ও স্টেশনারী হতে ১০%-৩০% কমে অামরা হোম ডেলিভারী করা হয় । ৪)হোম -এপ্লিয়েন্স ও ক্রোকারিজ : যেহেতু আমাদের দোকান ভাড়া ও বিবিধ খরচ  গুনতে হয় না, তাই ৪০% পর্যন্ত ছাড় পাবেন । ৫) বিউটি এন্ড হেল্থ : অামরা সরাসরি ইপোর্টাগণের কাছ হতে আসল পণ্য পাইকারী দরে পাই, তাই ৫% এর বেশি ছাড় দিতে চাই । ৬) প্রপার্টি ও রিয়েল স্টেট : এ ব্যবসায় আমাদের ২০ বছরের সাফল্যের ইতিহাস আছে, সবচেয়ে সহজ কিস্তি -ছাড় নিশ্চিত পাবেন । ৭) বিল্ডিং মেটারিয়ালস : এসবের দাম তো সবার জানা, কিন্তু বিশ্বস্ততায়, গুনগত মানে, দামে ও পরিমানে ওয়ালী বাজার অনন্য । ৮) গৃহপালিত  পশু-পাখি : এক্ষেত্রে ছবি দেখে পছন্দ হলে আপনার প্রতিনিধি, খামারে এসে দেখে ২০% পর্যন্ত ছাড়ে ক্রয় করবেন ।