
জরুরী লোক নিয়োগ
ঢাকায় জরুরী লোক নিয়োগ
জরুরী ভিত্তিতে জানুয়ারী/২০২৫ইং মাসেই নামাজী লোক নিয়োগ: ঢাকা শহরে ২৪ ঘন্টা ও মাসে ৩০ দিনের জন্য থাকা ফ্রি, ডিউটি ১২ ঘন্টা, বয়স: ২০-৪০ বছর। শিক্ষা: সর্বনিম্ন অষ্টম শ্রেনীর একজন সাইট গার্ড, কাম পিয়ন বা সাইট ম্যানেজার পদে আগামী ১লা নভেম্বর হতে নিয়োগ করা হবে। কাজ: কৃষি, পশু পালন, পাহারা ও উন্নয়ন মূলক কাজসহ উক্ত সময়ে সকল কাজ করতে তৈরী থাকতে হবে। গরু-ছাগল পালনে যোগ্যতা থাকতেই হবে। প্রার্থীকে অবশ্যই নামাজী, সৎ, সাহসী, বিশ্বস্ত হতে হবে।
💚পরিবারসহ থাকা ফ্রি তবে খাওয়া নিজের।
🫅বেতন ১০,০০০ হতে ১৫,০০০ টাকা+ জমি বিক্রি কমিশন। ডিউটি টাইম সকাল ৭ টা হতে রাত ৮ টা। দুপুরে ১ ঘন্টা লাঞ্চের ছুটি পাবেন। = https://walibazar.com/go/2nd1ja/
👍==> কোম্পানীর পেইজে ফলো করে আবেদন মেসেজ করার শেষ তারিখ ২০/১২/২০২৫ইং
👍লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ = ২২/১২/২০২৫ইং
👍শীঘ্রই হয়াস্ট এপে বা ইমুতে = সদ্য তোলা ছবি ও সিবি বা বায়োডাটা মেসেজ করুন।
+880175207899 ( এ নম্বরে কল করবেন না।)
২ ঈদে ৩+৩ দিন ছুটি পাবেন। আর প্রতিদিন ১২ ঘন্টা ডিউটি করতে হবে। বাকী সময় নিজ কাজ ও রাতে অফিসে ঘুমাতে হবে। ঠিকানা: মো:পুরের পশ্চিমে সলমাসীতে মুহাম্মাদ নগর সাইট অফিসে ডিউটি। ঢাকা।

Leave a Reply